দিন চলে যায় কিন্তু কথা থেকে যায়

প্রান্ত দত্ত | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:২০ পূর্বাহ্ণ

মানুষ মাত্রই মরণশীল। এই পৃথিবীতে মানুষ নামক জীবটির বসবাস ক্ষনস্থায়ী। মানুষ এই পৃথিবীতে কিছুদিনের জন্য আয়ু লাভ করে। এই স্বল্পসময়ে মানুষের জীবনে অনেক কিছু ঘটে থাকে। স্বল্প আয়ুর মধ্যে মানবজাতির জীবনের সব লেনদেন করতে হয়। মানুষের কর্ম যদি ভালো হয় তাহলে সে চিরকাল মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। আর খারাপ কাজ করলে সমাজের কাছে সে ব্যক্তি সারাজীবন হেয় প্রতিপন্ন হয়। এই পৃথিবীটি হচ্ছে একটি নিরপেক্ষ অবস্থান ক্ষেত্র। পৃথিবীতে প্রতিনিয়ত যেমন সূর্য উদয় হয় তেমনি প্রতিনিয়ত সূর্য অস্ত গিয়ে থাকে। তেমনি প্রতিটি মানুষের জীবন প্রদীপও একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। ধীরে ধীরে প্রতিটি মানুষের জীবনের দিনগুলো শেষ হয়ে যাবে। কিন্তু থেকে যাবে পৃথিবীতে থাকাকালীন তার স্বভাব, চরিত্র, আচরণ এবং তার কর্মের প্রতিক্রিয়া। ভালো আচরণ এবং ভালো কাজ করে গেলে মানুষ তার কথা সারাজীবন মনে রাখবে এবং তার সবসময় ভালো গুণাগুণের প্রশংসা করবে। আর খারাপ আচরণ এবং খারাপ কার্য করলে তাকে কেউ মনে রাখার তো দূরের কথা কেউ তাকে কোনোদিন তার কাজের জন্য তাকে ক্ষমাও করবে না। মানুষ যা কর্ম করে যাবে ঠিক তাই থেকে যাবে এই পৃথিবীর বুকে। এজন্য বলা যায়, দিন চলে যায় কিন্তু কথা থেকে যায়।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন দূষণ
পরবর্তী নিবন্ধপ্রিয় মা