বিভিন্ন দূষণ

| মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

দূষণের থাবায় দিন দিন বাসের অযোগ্য হয়ে পড়ছে মানুষের একমাত্র আবাস এই পৃথিবী। শুধু বায়ু দূষণ নয়, শব্দ দূষণ, পানি দূষণ, নদী দূষণ নানা সমস্যায় আক্রান্ত চট্টগ্রামসহ বাংলাদেশ। সারাদেশের সমৃদ্ধির প্রাণ কর্ণফুলী। এখন দখল ও দূষণে বিপন্ন। শিল্প কারখানার বর্জ্যে প্রতিনিয়ত দূষণ হচ্ছে দেশের প্রাণ প্রবাহ হিসেবে খ্যাত এ নদী। দখলে দূষণ মৃত প্রায় এ নদী রক্ষায় কার্যত: কোন উদ্যোগ নেই। আইন বা প্রতিরোধের কোন কার্যকরী ব্যবস্থায় না থাকায় বাংলাদেশ আজ দূষণেও বিশ্বের সকল দেশের শীর্ষে অবস্থান করছে।

বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশে পরিবেশ দূষণ আজ বিজ্ঞজনদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এ দেশে বিভিন্ন উপায়ে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা, কালো ধোঁয়া, ও শব্দ দূষণ এর ফলে নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শব্দ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের চিত্র অন্যরকম। এদেশে শব্দ দূষণ নীরব অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন দূষণ মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিলেও জনগণের ও কর্তৃপক্ষের কারো মাথা ব্যথা নেই। আইনের প্রয়োগ হয় না বললেই চলে।

এম.. গফুর,

বলুয়ার দীঘির দক্ষিণপশ্চিম পাড়,

কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধনূরজাহান বেগম : নারী সাংবাদিকতার অগ্রদূত
পরবর্তী নিবন্ধদিন চলে যায় কিন্তু কথা থেকে যায়