দাড়ি থাকায় চাকরি না দেয়ায় আড়ং কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে —————————— বাবুনগরী

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলার পরিচিতি সভায় হেফাজতের আমীর আল্লামা বাবুনগরী বলেছেন, ৯০% মুসলমানের দেশে দাঁড়ি থাকায় ইন্টারভিউতে পাশ করা সত্ত্বেও একজন মুসলমানকে চাকরি দেবে না, তা কখনো মেনে নেয়া যায় না। আড়ং কর্তৃপক্ষকে এরজন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক ও হেফাজতের হাটহাজারী শাখার সভাপতি মাওলানা শোয়াইব জমিরী এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হোসাইন,যুগ্ম সম্পাদক মাওলানা এমরান সিকদার ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য আল্লামা শেখ আহমদ, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির,সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ,সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস,মাওলানা ওমর ফারুক, আহসান উল্লাহ,মাওলানা আবু আহমদ,মাওলানা নসীম,মুফতী শিহাব উদ্দিন,মাওলানা আশরাফ হোসাইন,মাওলানা হাফেজ ইসমাইল,মাওলানা হুসাইন ফয়জী,মাওলানা আব্দুল্লাহ,মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী,মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা ইয়াছিন, মাওলানা হাফেজ মোস্তফা,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা আমিনুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সাত বসতঘর ও দুই হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মওদুদ আহমদের প্রয়োজন ছিল