দারুল ইরফান ই-কনফারেন্স কনভেনর কমিটির সভা

| শনিবার , ২ জুলাই, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) প্রতিষ্ঠিত দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৫-৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘সুফি মনোবিজ্ঞান, পূর্ণ মানবতা ও ঐশী প্রেরণা’ শিরোনামে আন্তর্জাতিক ই-কনফারেন্সের কনভেনর কমিটির সভা গত ২৯ জুন অনলাইনে অনুষ্ঠিত হয়।

কনভেনর কমিটির কনভেনর অধ্যাপক ডা. মুহাম্মদ শফিউল হাসানের সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি কাজী মুহাম্মদ সাইফুল আচফিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজিং ট্রাস্টি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের বিভাগীর প্রধান ড. বিপ্লব কুমার দে, সহকারী অধ্যাপক লুৎফুর নাহার, নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেজবাউল আলম ভুঁইয়া, দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মাওলানা আলী আসগর, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগী সদস্য মুহাম্মদ মুহিউদ্দীন এনায়েত, শেখ শাকিল মাহমুদ, মুহাম্মদ সোহেল চৌধুরী প্রমুখ। সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে কনফারেন্সের অ্যাব্‌স্ট্রাক্ট (সারসংক্ষেপ) প্রেরণের সময়সীমা ৩০ জুন এর পরিবর্তে ২০ জুলাই পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএতিমখানায় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের মৌসুমি ফল বিতরণ
পরবর্তী নিবন্ধছয়দিন পর মারা গেল মাদ্রাসা ছাত্র আহান