দায়িত্ব পালনে কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে

কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে চবি উপাচার্য

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সাথে কর্মচারী সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মো. সুমন এবং সাধারণ সম্পাদক মো. মনসুর আলীর নেতৃত্বে সভায় সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশাসনিক ও অন্যান্য কর্মকাণ্ড পরিচালনায় অফিসারদের সহযোগী হিসেবে কর্মচারীদের ভূমিকা রয়েছে। উপাচার্য কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, কর্মদক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। উপাচার্য প্রশাসনিক কর্মকাণ্ডে অধিকতর গতিশীলতা আনতে এবং কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কর্মচারী সমিতির নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়া বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদ ও আইনীকাঠামোর মধ্যে যথাসম্ভব পূরণের আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগীতানুরাগীদের জন্য সংগীতে পিতা-পুত্র
পরবর্তী নিবন্ধআনজুমান রজভিয়া তৌছিফিয়ার উদ্যোগে আলোচনা সভা