দরিদ্রদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় নগরীতে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব ও ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ। এসময় নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে দুই হাজার উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে নগরীর তিনপুলের মাথা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয় চিটাগং কালেক্টরস ক্লাব। এতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচিতে নগরীর তিন পুলের মাথা ও রিয়াজুদ্দিন বাজার এলাকায় দিনমজুর-শ্রমিক, ডিসি হিল-সিআরবি, জামালখান এলাকায় রিকশা-ভ্যানচালক, বস্তিবাসী ও ছিন্নমূল লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় হ্যান্ডমাইকে করোনাভাইরাস প্রতিরোধ স্বাস্থ্যসুরক্ষার বিধিগুলো প্রচার করা হয়। কর্মসূচিতে চিটাগাং কালেক্টরস ক্লাবের সভাপতি প্রবাল দে, ম্যাচবঙ কালেক্টরস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাকিল হক, সাধারণ সম্পাদক রাসেল রহমান শিমুলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে একইভাবে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দল খুলশী থানার কর্মীসভা
পরবর্তী নিবন্ধএকুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর জন্মবার্ষিকী আজ