একুশের প্রথম কবিতার জনক মাহবুব উল আলম চৌধুরীর জন্মবার্ষিকী আজ

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

একুশের প্রথম কবিতার স্রষ্টা, ভাষা সংগ্রামী কবি মাহবুব উল আলম চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী আজ। তিনি অনেক কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন। সম্পাদনা করেছেন পূর্ব পাকিস্তানে প্রকাশিত প্রথম মর্যাদাবান মাসিক সাহিত্য পত্রিকা ‘সীমান্ত’ (১৯৪৭-১৯৫২)। সত্তর দশকে সম্পাদনা করেন চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতা’ (১৯৭২-১৯৮২)। ১৯২৭ সালের ৭ নভেম্বর রাউজানের গহিরা গ্রামে আসাদ চৌধুরী পরিবারে তাঁর জন্ম। তিনি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। কবির জন্মবার্ষিকী উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জ অনলাইনে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছে। ১২ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠানটি উচ্চারকের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।
মাহবুব উল আলম চৌধুরী ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেন ছাত্র কংগ্রেসের কর্মী হিসেবে।
১৯৪৩ সালে তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং দুর্ভিক্ষ-পীড়িতদের সেবায় আত্মনিয়োগ করেন। ১৯৪৬-১৯৫০ সাল দেশে যে সমস্ত সামপ্রদায়িক দাঙ্গা অনুষ্ঠিত হয়, তিনি তার বিরুদ্ধে চট্টগ্রামে আন্দোলন গড়ে তোলেন। ১৯৫০ সালে তিনি চট্টগ্রামে দাঙ্গা-বিরোধী সংগ্রামের নেতৃত্ব দেন এবং দুইশ’ পৃষ্ঠা সম্বলিত দাঙ্গাবিরোধী ‘সীমান্ত’ প্রকাশ করেন। ১৯৫১ সালে চট্টগ্রামের হরিখোলার মাঠে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের প্রথম সাংস্কৃতিক সম্মেলনের তিনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক। ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরিদ্রদের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ
পরবর্তী নিবন্ধআ. লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে