ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে

দুস্থদের মাঝে রিকশা প্রদান অনুষ্ঠানে নাছির

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৯:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রাজনীতি ভোগের জন্য নয়, রাজনীতি হলো ত্যাগের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মীরা কখনো ভোগের রাজনীতি করতে পারে না। ত্যাগের মনোভাব নিয়েই যুবলীগের নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক দিদারুল আলম দিদারের উদ্যোগে গরীব-অসহায়দের মাঝে ৬টি নতুন রিকশা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে গতকাল রিকশা প্রদান অনুষ্ঠানে মহানগর যুবলীগ নেতা দিদারুল আলম দিদার এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী শফিউল আজমসহ চট্টগ্রাম মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী।

পূর্ববর্তী নিবন্ধঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি
পরবর্তী নিবন্ধজাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে