তোমার চুল আমাকে গ্রাস করে না
কিন্তু তোমার চুলের উত্তাল ঢেউয়ে
আমি সমুদ্র বনে যাই
তোমার ঠোঁট আমাকে কাঁপায় না
কিন্তু তোমার ঠোঁটের ব্যাকুল তৃষ্ণা
আমার বৃক্ষ নড়ে ওঠে
তোমার চোখ আমাকে টানে না
কিন্তু তোমার চোখের মোহাবিষ্ট চাহনি
আমার বুকের পাথর সরিয়ে দেয়
তোমার হাত আমাকে বশীভূত করে না
কিন্তু তোমার হাতের স্পর্শে
আমার স্বপ্নের আড়ং তৈরি হয়।
তোমার পায়ে পায়ে আমার এগুনো হয় না
কিন্তু তোমার পায়ের লক্ষ্যমুখী চলার গতি
আমার নির্ভুল পথ খুঁজে দেয়।
তাই সবকিছু জড়িয়ে তুমি আমার সারাজীবনের
একটি কাঙ্ক্ষিত হৃদয়।