‘তোঁয়ারার লাই আঁর পেট পুরে’

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারবাসীকে উদ্দেশ্যে করে বললেন, ‘তোঁয়ারার লাই আঁর পেট পুরে’। গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একথা বলেন। আর প্রধানমন্ত্রীর মুখে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শুনে উল্লাসে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় হাজারো মানুষ।
উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে ‘উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার’ প্রতিপাদ্য নিয়ে গতকাল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আয়োজন করা হয় দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের। জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছোটবেলার স্মৃতিচারণ করে বলেন- ছোটবেলা থেকেই কক্সবাজারে যাওয়ার স্বপ্নটা আমাদের বেশি ছিল। তাই আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় পেলে আমাদের কক্সবাজারে নিয়ে যেতেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেশিরভাগ সময় জেলে থাকতেন। তাই জেল থেকে ছাড়া পেলেই আমাদেরকে কক্সবাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। আমরা বাবার কাছে বায়না ধরতাম।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ অনুষ্ঠানে আরো বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কক্সবাজার যখন বিধ্বস্ত হয়, তখন আমরা কুতুবদিয়া, বদরখালী, মহেশখালীসহ বিভিন্ন এলাকায় বাড়িতে গিয়েছি। তখন বিএনপি ক্ষমতায় ছিল। কিন্তু, সে সময়ে খালেদা জিয়া ক্ষতিগ্রস্ত মানুষের কোন খবর নেয়নি। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কক্সবাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। উন্নয়নের কারণে আগামীতে কক্সবাজার হবে একটি আন্তর্জাতিক সেতুবন্ধন।

পূর্ববর্তী নিবন্ধঘুমন্ত মায়ের পাশ থেকে ৪ মাসের শিশু অপহরণ
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে বাবার মতোই জীবন উৎসর্গ করব : প্রধানমন্ত্রী