তুষির স্কুটির গল্প

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৪৬ পূর্বাহ্ণ

‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিনয় মাধ্যমে পরিচিত পেয়েছিলেন নাজিফা তুষি। এরপর নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে আবারও নিজের সহজাত দেখিয়েছেন। এই তারকার নতুন কাজ ‘স্কুটি’। এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি তৈরি করেছেন ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্র-খ্যাত আলোচিত নির্মাতা জুটি বিজন ও আরিফুর রহমান।বিজনের গল্পে পরিচালনা করেছেন আরিফ। আরিফ বলেন, ‘স্কুটি’ সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক মেয়ে অনুর গল্প। সাধারণ-গড়পড়তা, কর্মজীবী-গৃহিণী, নারী-কিশোরী-তরুণী, সব বয়সের সব পেশার নারীদের জন্য স্কুটির গল্পটিকে প্রাসঙ্গিক। এখানে সমাজের বর্তমান বাস্তবতা তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটির মূল চরিত্র হিসেবে অনু হিসেবে অভিনয় করেছেন তুষি। অন্যরা হলেন, সিয়াম রায়হান, সংগীতা চৌধুরী, অশোক ব্যাপারী, আদনান চৌধুরী, হেদায়েত নান্নুসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধশিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’
পরবর্তী নিবন্ধমানবিক আবেগের গল্প ‘সাবরিনা’