তীব্র যানজট : প্রতিকার চাই

| রবিবার , ২৭ জুন, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীসহ বিভিন্ন সংবাদপত্রে বিস্তর লেখালেখির পরও যানজটের কোন উন্নতি হচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিন নগর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। অনেক সময় দেখা যায় যানজটের কবলে পুরো নগরী স্থবির হয়ে পড়ে। স্বচ্ছন্দে ও দ্রুত চলাচলের সুবিধা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। রাস্তায় যানজটে পড়তে হবে এ নিয়তি মেনে নিয়েই এখন নগরবাসী কর্মক্ষেত্রে রওনা দেন। কর্মস্থলে পৌঁছতে পর্যাপ্ত সময় হাতে নিয়েও অনেকে যথাসময়ে পৌঁছাতে পারেন না। বিশ্বের কোন শহরে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হয় কিনা আমাদের জানা নেই। অথচ নগরীর যানজটের যতগুলো কারণ রয়েছে তা সকলের জানা। যানজটের কারণে শুধু নগরীতে যে পরিমাণ ক্ষতি হয় তার হিসেব বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায় বছরে ১৫ হাজার কোটি টাকার উপরে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হয় ৩০ লাখ। বছরের পর বছর ধরে এ ক্ষতি হচ্ছে এবং তা বৃদ্ধি পাচ্ছে। যথাযথ উদ্যোগের অভাবেই নগরীতে যানজট পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নগরবাসী এর থেকে পরিত্রাণ চায়।

এম. এ. গফুর, বলুয়ারদীঘির দক্ষিণ
পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজহুর হোসেন চৌধুরী : নিবেদিতপ্রাণ কলম সৈনিক
পরবর্তী নিবন্ধসম্পর্কের সহজ কথন