তারেক-জোবায়দার মালামালের হদিস পায়নি পুলিশ

| শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়াদ রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশের অগ্রগতি প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, পলাতক এই দুই আসামির মালামালের কোনো হদিস তারা পায়নি। ওই প্রতিবেদন পাওয়ার পর দুদকের এ মামলায় তারেক ও জোবায়দাকে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দিয়ে বিজ্ঞপ্তি (গেজেট) প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। খবর বিডিনিউজের।

এদিন তারেকজোবায়দার সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন জমার তারিখ ছিল। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ক্যান্টনমেন্ট থানার ওসি তাদের কোনো মালামাল পাওয়া যায়নি বলে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন।

এরপর বিচারক তাদেরকে (তারেকজোবায়দা) আদালতে হাজির হতে বিজি প্রেসের মাধ্যমে গেজেট প্রকাশের নির্দেশ দেন এবং এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করে দেন।

আমিনুল ইসলাম বলেন, বিজি প্রেসের মাধ্যমে তারেকজোবায়দাকে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ এসেছে। তবে কোনো পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধস্টারলিং ব্যান্ডের লিড গিটারিস্ট উজ্জ্বলের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ২০ ফেব্রুয়ারির মধ্যে সব প্রতিষ্ঠানের নাম হোক বাংলায়