তাপস হত্যার বিচারের দাবিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধি | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী তাপস সরকারের হত্যাকারীদের প্রেপ্তার ও চার্জশীটভুক্ত আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শহীদ তাপস
স্মৃতি সংসদ। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরের সামনে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্ব মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
তাপস চবি সংস্কৃত বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়াকে কেন্দ্র করে শাহ আমানত হল ও শাহ জালাল হলের ছাত্রলীগের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শাহজালাল হল থেকে ছোড়া বুলেটে তাপস সরকার মারা যায়। আশরাফুজ্জামান আশাকে প্রধান করে ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তাপস সরকারের সহপাঠী হাফিজুর রহমান। সাত বছর পেরিয়ে গেলেও তাপস হত্যার বিচার হয়নি।
মানববন্ধনে তাপস স্মৃতি সংসদের আহ্‌বায়ক আল নাহিয়ান খান রাফি বলেন, তাপসের খুনিরা এখনো এই বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন। তাদের সনদ বাতিল করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।
ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল দ্রুত বিচারের মাধ্যমে তাপস হত্যার বিচারের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান