আমি বিশদ করে কখনোই বাঁচতে চাই না
শাকান্নের সাথে দখিনের একটা আঙিনা
তুমুল বরষায় বৃক্ষের ছাউনি, অনেক
হীম ঝরানো রাতে কাঠের আগুনের ঝলক
অল্প এইটুকু আপন নিজস্ব জগৎ।
কেনো বুকের মধ্যে অজানা কোলাহল হচ্ছে
কার পদধ্বনি আমার নীরবতা ভাঙছে
কেবলি অপেক্ষা আসছে সে আসছে, আসছে
হৃদয়ের উঠোন মখমলি ঘাসেরা ঢাকছে।
আমি বিশদ করে কখনো বাঁচতে চাইনে
তবু নদী ভাঙছে বিস্তার বাড়ছে ভাঙছে।