ভাষাতেই প্রাণ

সাঈদুল আরেফীন | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪০ পূর্বাহ্ণ

এক আকাশ স্বপ্ন আজো বুকের ভেতর জ্বালা ধরায়,
দিন বদলে জাগায় অযুত স্বপ্ন, স্লোগানে মুখরিত রাজপথ
রক্ষক্ষরণ ঘটেছিলো বাংলার, কাঁপছিলো
সেদিন ঢাবির চত্বর, ঢাকা মেডিকেল, পুরো বাংলা
জুড়ে এক অবিনাশী গান বাজছিলো
মাটির ঘ্রাণ, মাটিতেই প্রাণ তোমাতেই দেখি বিশ্ব
তোমাতেই আছে মিশে
দেদীপ্যমান মা ভাষা। জীবনজয়ী গান হয়ে
শব্দতরঙ্গে ভেসে আসে সুর। মেঘ ভেঙে রোদ মাড়িয়ে
এসেছিলো সেইএকুশে, ঝরেছিলো কান্নার অশ্রু
কৃষ্ণচূড়ার লাল রঙে কিম্বা বাসন্তী সীমান্তের জলে
ভেসে ভেসে। একুশের প্রথম প্রহরের সতীর্থরা আজ
কোন সুদূরে মেলেছে ডানা; রেখে গিয়েছিলো বোধ আর
বিলিয়েছিলো রক্তের স্রোত। জয়নুল, কামরুল,
সুলতানের তুলিতে রাঙিয়েছিলো অম্লান চালচিত্র
খুঁজে ফেরেছিলো ভাষাহতের দাবি, রক্তাগুনে উত্তাল
দ্যাশ পেয়েছে ধাপে ধাপে ঠিকানা নতুন তরীর ।
ভাষাতেই শিকড় গেড়েছে চেতনার প্রাণ, ভাষাতেই প্রাণ,

পূর্ববর্তী নিবন্ধবর্ণমালা আমার কাছে
পরবর্তী নিবন্ধতবুও বিস্তার