বর্ণমালা আমার কাছে

আহসানুল হক | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বর্ণমালা আমার কাছে
যুবতী নদীর কলকল ধ্বনি
অবোধ শিশুর আধো আধো বোল; আদুরে ভাষা
ঐতিহ্যের গৌরব ইতিহাস, গভীর ভালোবাসা
ন্যায় -লড়াইয়ে অংশ নেওয়ার নিরন্তর আহ্বানই

বর্ণমালা আমার কাছে
জারি-সারি-ভাটিয়ালি গান
হারান মাঝির বৈঠার টান
গ্রাম্যবধূর টোলপড়া মুখের মধুর হাসি
বটের ছায়ায় ক্লান্ত কৃষকের উদাস বাঁশি !

বর্ণমালা আমার কাছে
৫২ এর উত্তাল ঢেউ ;তপ্ত দুপুর
একুশে ফেব্রুয়ারি, প্রভাতফেরি, বিউগল সুর
স্বমহিমায় দাঁড়িয়ে থাকা শহিদ মিনার
চেতনার বাতিঘর –
ঐতিহাসিক সাতই মার্চ,বঙ্গবন্ধুর অমর কাব্য
বিদ্রোহের জলে দ্রাব্য বজ্রকন্ঠস্বর ;
রফিক -শফিক-বরকতের রক্তে লেখা আখর
উড্ডীন বিজয় নিশান, স্বাধীনতার শেকড় !

পূর্ববর্তী নিবন্ধঅথচ
পরবর্তী নিবন্ধভাষাতেই প্রাণ