ঢাকা ও চট্টগ্রাম শহরের যানজট নিরসন চাই

| শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশের ব্যস্ততম দুটি শহর হচ্ছে রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক নগরি চট্টগ্রাম। এ দুই শহরে হরহামেশা যানজট লেগেই থাকে। এতে করে চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পড়তে হয় বিপাকে। যদি অফিস সময়ে চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সময় এভাবে পথিমধ্যে ব্যয় হয়। তাহলে কিভাবে আমাদের দেশ স্বল্পউন্নত মধ্যম আয়ের দেশে পৌঁছাবে। যদি চাকরিজীবী ও উৎপাদন কারকানার শ্রমিকরা ঠিক সময়ে অফিস করতে না পারে। উৎপাদন কাজে বিঘ্ন ঘটে। অফিস-আদালতের কাজে বিঘ্ন ঘটে। এতে করে সাধারণ জনগণও সময় মতো সেবা থেকে বঞ্চিত হয়। ঘণ্টার পর ঘণ্টা তাদের সেবা পেতেও অপেক্ষা করতে হয়। এই দীর্ঘ যানজট আমাদের দেশের উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার জন্য অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই। সরকারের অবকাঠামোগত উন্নয়নও চোখে পড়ার মত। তবুও যানযট নিরসন হচ্ছে না। বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট নির্মাণ, ফ্লাইওভারের কাজ ও ধীরগতির রাস্তা সংস্কারের কারণে যানজট লেগেই থাকে। আবার সড়কে এলোপাতাড়ি গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, ফুটপাত বেদখলও যানযাটের অন্যতম কারণ। তাই চাই যানজট নিরসনে সড়কে শৃঙ্খলা, দখলমুক্ত ফুটপাত, ট্রাফিক আইন মেনে চলতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং দ্রুতগতিতে রাস্তা সংস্কার ও নির্মাণ কাজ এগিয়ে নেওয়া। আশা করছি এতে করে ভবিষ্যতে দেশের মধ্যে যানজট একেবারেই কমে আসবে।

এস.এম মাঈন উদ্দীন রুবেল
বোয়ালখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরেমন্ড স্যামুয়েল টমলিনসন : ই-মেইল বর্তনকারী
পরবর্তী নিবন্ধ‘আঁরার স্যার’