ড. জামাল নজরুল ইসলামকে স্মরণ

আহরণের অনলাইন পাঠকসভা

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের ৮২তম জন্মদিন উপলক্ষে আহরণের অনলাইন পাঠকসভা গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আহরণ উদ্যোক্তা প্রফেসর শাহেদা ইসলাম। প্রধান বক্তা ছিলেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ইউজিসি প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী।
বক্তব্য দেন বিজ্ঞান লেখক শরীফ মাহমুদ সিদ্দিকী, বিজ্ঞান বক্তা আসিফ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। অনুষ্ঠান প্রযোজনা করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম।
অন্যান্য আয়োজনে অংশ নেন সুপ্রিয়া চৌধুরী, ঋত্বিকা চক্রবর্তী, যশস্বী বনিক, মাহাদিয়া হাসান, মুমতাহেনা তারান্নুম সাচী, আবরার ফাইয়াজ, মো. তামজিদ হোসেন, চৌধুরী ইয়াসার ওয়াজীহ্‌, চৌধুরী ফাইরুজ মালিয়াত, ফারিহা ফাইরুজ নুহান, সাদিব সরওয়ার অয়ন, নয়নিকা নাথ, নক্ষত্র দেবনাথ ও অধ্যক্ষ জনার্দন বনিক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধযৌতুক নিরোধ আইন আরো শক্তিশালী করার আহ্বান