যৌতুক নিরোধ আইন আরো শক্তিশালী করার আহ্বান

চেম্বার সভাপতির সাথে আঞ্জুমান নেতৃবৃন্দের সাক্ষাৎ

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ধর্মীয় ও নৈতিক আদর্শের ভিত্তিতে কোরআন ও হাদিসের আলোকে যৌতুক, মাদক ও নারী নির্যাতন বিরোধী আয়াতসমূহ অর্থ ও ব্যাখ্যাসহকারে সাধারণ মানুষের মধ্যে প্রচারের ব্যবস্থা করতে হবে। ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ মসজিদের খতিব/ ইমামগণ খুৎবার বক্তব্যে এই বিষয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সর্বোপরি তিনি যৌতুক নিরোধ আইনকে আরো শক্তিশালী করে যৌতুক দাতা ও গ্রহীতাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি আল্লামা কাশেম নূরী এ ধরনের গণমুখী উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। গতকাল শনিবার আন্‌জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ সরওয়ার উদ্দিন, এস.এম ইকবাল বাহার, মুহাম্মদ আমান উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. জামাল নজরুল ইসলামকে স্মরণ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চল