ডেলিভারি রোগীদের বাঁচানোর চেষ্টা করুন

| শুক্রবার , ২৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানার অন্তর্গত সরাইপাড়া ওয়ার্ডস্থ দক্ষিণ পাহাড়তলী বাদামতল মাইমুনা বাইলেন ঝুপরিগুলোতে কোন নাম নিয়ে পড়ালেখা, সরকারি কোন ডাক্তার অথবা ধাত্রী নহে, তারপর নারীর পারিবারিক অসহায়ত্বের সুযোগে ডেলিভারির নামে টাকা পয়সা নিয়ে শত্রুতা হাসিল।
অথচ ডেলিভারির ব্যাপারে অনেক সময় অনেক নারী অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। বছরে কয়েক শত নারী মারা গিয়েছিল বিধায় সরকারি বিভিন্ন সাহায্য সংস্থা, এনজিও বিভিন্ন শিক্ষা সেমিনার করে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, কাউন্সিলর, মেম্বার সমন্বয়ে অনেক শুদ্ধি অভিযান চালানোর পরেও কিছুটা বন্ধ হলেও বর্তমানে পুনরায় উক্ত জায়গায় চসিকের ০১ (এক) জন উপকর কর্মকর্তার দাপট দেখিয়ে ডেলিভারি করাচ্ছে। ঐ গডফাদার বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত এবং বিভিন্ন মামলার আসামিভুক্ত ব্যক্তির সহযোগিতায় এই বাংলা ধরণী দিয়ে অপরাধ করে বেড়াচ্ছে। তাই নারীদের বাঁচানোর জন্য এই অপরাধ কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।
এলাকাবাসীর পক্ষে- সাবেক ব্যবস্থাপক ব্র্যাক ডেলিভারি সেন্টার সূর্য হাসি ক্লিনিক এবং সভাপতি ও সদস্যবৃন্দের পক্ষে।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধশহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার