ডিবির এসআই আবুল হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী

স্বর্ণের বার লুট মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০১ পূর্বাহ্ণ

স্টেশন রোড থেকে ২৮ পিস স্বর্ণের বার লুটের মামলায় ডিবির এসআই আবুল হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাদী নারায়ন চন্দ্র কর্মকার। গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত তার সাক্ষ্যগ্রহণ করেন। এর আগের দিন বুধবারও তিনি আদালতের কাছে সাক্ষ্য দিয়েছেন। আগামী রোববারও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বলেন, নারায়ন চন্দ্র কর্মকারসহ ৩২ জন সাক্ষী রয়েছে এ মামলায়। এটি আমাদের প্রথম সাক্ষ্যগ্রহণ। রোববারও তার সাক্ষ্যগ্রহণ হবে।
২০১৫ সালের ১ জানুয়ারী নগরীর স্টেশন রোড এলাকায় নারায়ন চন্দ্র কর্মকারের ম্যানেজার সজল চৌধুরীর কাছ থেকে ২৮ পিস স্বর্ণের বার লুট করা হয়। পরে ডিবির এসআই আবুল হোসেনের ঘর থেকে ২৩ পিস স্বর্ণের বার উদ্ধারও হয়। এ ঘটনায় নারায়ন চন্দ্র কর্মকার বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে আবুল হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল হলে ২০১৯ সালে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আদালত সূত্র জানায়, এ মামলায় ২০১৯ সালে সাক্ষ্যগ্রহণ শুরু হলেও করোনা শুরু হলে তা বন্ধ হয়ে যায়। তখন নারায়ন কর্মকারের আংশিক সাক্ষ্যগ্রহণ হয়েছিল। ডিবির এসআই আবুল হোসেনসহ এ মামলার ৬ আসামি জামিনে আছেন। বাকী একজন পলাতক।

পূর্ববর্তী নিবন্ধনতুন শিক্ষার্থীদের নিজেদের গ্রুপে টানা নিয়ে সংঘর্ষ, আহত ৪
পরবর্তী নিবন্ধগ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় : টিক্যাব