নতুন শিক্ষার্থীদের নিজেদের গ্রুপে টানা নিয়ে সংঘর্ষ, আহত ৪

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজে নতুন শিক্ষার্থীদের গ্রুপে টানা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ‘নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি মাহমুদ গ্রুপ ও সবুজ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কেউ আহত হয়নি।’ ওসি বলেন, ‘আগামী রোববার আমরা সভাপতি-সাধারণ সম্পাদক দুই গ্রুপের সাথে কথা বলবো। কলেজে যাতে বিশৃংখলা না হয়।’
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সেক্রেটারি সুভাষ মল্লিক সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। কেন সংঘর্ষ জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম দৈনিক আজাদীকে বলেন, ‘ছাত্রশিবিরের কিছু ছেলেপিলে এখন নতুন করে চট্টগ্রাম কলেজে সংগঠিত হতে চাচ্ছে। এরকম কয়েকজনকে আমরা সনাক্ত করেছি। তন্মধ্যে আমাদের কর্মীরা শিবিরের ছেলেদের চড়থাপ্পর মেড়েছে। আমার বিরোধীতা করার জন্যেই সবুজ মূলত শিবিরের ছেলেদের পক্ষে নিচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। সন্ধ্যায় আমরা দুইজন (সবুজসহ) একটি রেস্টুরেন্টে বসেছি।’ চট্টগ্রাম কলেজকেন্দ্রীক চকবাজার এলাকায় চাঁদাবাজির বিষয়ে মাহমুদুল করিম বলেন, ‘চকবাজারের ওই দিকে ছাত্রলীগের নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজি হয়। তবে আমরা সেদিকে যাই না।’

পূর্ববর্তী নিবন্ধসাগরিকায় কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক ও পথচারী নিহত
পরবর্তী নিবন্ধডিবির এসআই আবুল হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাদী