ডিজেল ও চাল আমদানিতে শুল্ক কমাল সরকার

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

দেশের বাজারে দাম বাড়তে থাকার মধ্যে চাল আমদানিতে বড় ধরনের শুল্ক সুবিধা দেওয়ার পাশাপাশি বিদেশ থেকে ডিজেল আনার ক্ষেত্রেও শুল্ক ছাড় দিয়েছে সরকার। গতকাল রোববার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মুহা. রহমাতুল মুনিম স্বাক্ষরিত দুটি আলাদা পরিপত্রে সামপ্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়া এ দুই আমদানি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিজেল এবং সুগন্ধি ছাড়া সিদ্ধ ও আতপ চাল আমদানিতে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। খবর বিডিনিউজের।
এ বিষয়ে এনবিআরের (কাস্টমস নীতি) সদস্য মাসুদ সাদিক বলেন, ‘সরকারের ওপর পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এনবিআর এই পরিপত্র জারি করেছে। হতে পারে এটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা খাদ্য নিরাপত্তার স্বার্থে।’ প্রজ্ঞাপনে ডিজেল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানোর পাশাপাশি সব ধরনের অগ্রিম কর তুলে নেওয়া হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, ডিজেলে সব মিলে প্রায় ১১ দশমিক ২৫ শতাংশ শুল্ক কমিয়ে আমদানি শুল্ক ২২ দশমিক ৭৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর আগে ডিজেল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক, অগ্রিম কর ও অন্যান্য করসহ মোট ৩৪ শতাংশ শুল্ক পরিশোধ করতে হত।
এদিকে পৃথক প্রজ্ঞাপনে দেশের বাজারে বাড়তে থাকা চালের দাম নিয়ন্ত্রণে আমদানি উৎসাহিত করতেও বড় ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে চাল আমদানিতে মোট নিয়ন্ত্রণমূলক শুল্ক মোট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। তবে চালের ক্ষেত্রে আগাম কর ও অগ্রিম আয়কর বহাল থাকায় এখন মোট ১৫ দশমিক ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এর আগে জুনে এক দফায় শুল্ক কমানো হয়েছিল। দুই দফায় শুল্ক ছাড়ের আগে চাল আমদানিতে সব ধরনের কর মিলিয়ে মোট সাড়ে ৬২ শতাংশ শুল্ক দিতে হত। দেশের কৃষকের কথা বিবেচনায় জুনের আগে পর্যন্ত চাল আমদানিতে নিষেধাজ্ঞাও ছিল। পরে স্থানীয় বাজারে চালের দাম বাড়তে শুরু করলে জুনে শুল্ক কমিয়ে আমদানির অনুমোদন দেয় সরকার।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধস্বেচ্ছায় এলাকা ছাড়ছে অবৈধরা