খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

টানা ১৩ দিন হাসপাতালে থাকার পর গত ২৪ জুন বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া, তার দুই মাস পর আবার হাসপাতালে ভর্তি হলেন তিনি। গতকাল রোববার রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামকে মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনা করে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ খবর বিডিনিউজের। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ৭৮ বছর বয়সী খালেদার চিকিৎসা চলছে। গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়েছিলো। কয়েকটি পরীক্ষা শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত দুদিকে!
পরবর্তী নিবন্ধডিজেল ও চাল আমদানিতে শুল্ক কমাল সরকার