ডা. সামন্ত লালের নেতৃত্বে আজ আসছেন তিন সদস্যের টিম

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ জুন, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলায় কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অবস্থা পর্যবেক্ষণে আজ ঢাকা থেকে তিন সদস্যের একটি চিকিৎসক টিম চট্টগ্রামে আসছেন।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনের নের্তৃত্বে এ টিমে থাকছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেদায়েত আলী খান ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. হোসাইন ইমাম। ডা. সামন্ত লাল সেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রাতে তিনি আজাদীকে বলেন, সকাল ৭টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের রওয়ানা দেয়ার কথা রয়েছে। বিমান থেকে নেমেই আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যাবো। সেখানে ভর্তি থাকা রোগীদের সাবির্ক অবস্থা আমরা দেখবো। টোটাল পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে করণীয় সম্পর্কে আমরা কথা বলবো।

পূর্ববর্তী নিবন্ধযুবকের যাবজ্জীবন ও ৩ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে বিনিয়োগ আকর্ষণে নিজেদের উপযুক্ততা আরো তুলে ধরতে হবে