ডা. আঞ্জুমান আরা-আরিফুল আমীন পরিষদের সাথে ব্যাংকার্স ক্লাবের মতবিনিময়

মা ও শিশু হাসপাতাল নির্বাচন

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য মা ও শিশু হাসপাতাল নির্বাচনে ডা. আঞ্জুমান আরা ইসলাম- ডা. আরিফুল আমীন পরিষদ নেতৃবৃন্দ গতকাল সোমবার ব্যাংকার্স ক্লাবের সাথে মতবিনিময় করেন।
ক্লাবের খুলশীস্থ কার্যালয়ে এই মতবিনিময় সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রেসিডেট পদপ্রার্থী ডা. আঞ্জুমান আরা ইসলাম, জেনারেল সেক্রেটারী পদপ্রার্থী ডা. মো. আরিফুল আমীন, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী আবুল হোসেন, ডা. এম মাহফুজুর রহমান, জয়েন্ট জেনারেল সেক্রেটারি রেখা আলম, ট্রেজারার পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার ডা. মো. লিয়াকত আলী ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম, স্পোর্টাস অ্যান্ড কালচারাল পদপ্রার্থী মো. জাহিদুল হাসান, মেম্বার পদপার্থী এয়াসিন চৌধুরী, ওসমান গণি মনসুর, ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি, গোলাম বাকী মাসুদ, ছৈয়দ ছগির আহমেদ, নজমুল হক ডিউক, মো. নজরুল করিম চৌধুরী, সৈয়দ নুরনবী লিটন, মোহাম্মদ রাশেদুল আমিন, ডা. হোসেন আহম্মদ, ডা. দুলাল দাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ডা. আঞ্জুমান ইসলাম গত ৪০ বছর যাবত শিশু হাসপাতাল উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এবারের নির্বাচনে ডা. আঞ্জুমান আরা ইসলাম-আরিফুল আমীন পরিষদ এক ঝাঁক সৎ অভিজ্ঞ, সাহসী, করোনা ফ্রন্টলাইনার নবীন ও প্রবীণদের নিয়ে গঠিত হয়েছে। করোনা মহামারীর সময় এই পরিষদের প্রার্থীরা মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে তাদের সহযোগিতার হাত যেভাবে প্রসারিত করেছে তা অনুকরণীয়। এ সময়ে ব্যাংকার্সের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ রোসাঙ্গীর, কায়েস চৌধুরী, এটিএম কামরুদ্দীন চৌধুরী, তৌফিকুল ইসলাম, ফারুক আহমেদ, নাসরিন আহমেদ, মায়ফুল আকতার প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ট্রাক বোঝাই সেগুন ও গামারি কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধহালদায় ছয় দিনে ৯ হাজার মিটার জাল জব্দ