হালদায় ছয় দিনে ৯ হাজার মিটার জাল জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ৬ দিনে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। গত রবিবার, শুক্রবার ও বুধবার এই তিন দিনে মাত্র ছয় দিনের ব্যবধানে নদীর বিভিন্ন স্থানে অভিযান অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য রক্ষা ও মিঠা পানির ডলফিন রক্ষার জন্য প্রতিনিয়ত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এ বি এম মিজানুর রহমান অভিযান পরিচালনার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি নদীর বিভিন্ন স্থান থেকে ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে বলে উল্লেখ করে ভবিষ্যতে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলেও জানান।

পূর্ববর্তী নিবন্ধডা. আঞ্জুমান আরা-আরিফুল আমীন পরিষদের সাথে ব্যাংকার্স ক্লাবের মতবিনিময়
পরবর্তী নিবন্ধআনোয়ারায় লায়ন্স ক্লাবের ত্রাণ বিতরণ