ডাক্তারী ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি বন্ধ হোক

| রবিবার , ৫ জুন, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

মানুষ অত্যন্ত বিপদে না পড়লে ডাক্তারের স্মরণাপন্ন হতে চায় না। যখন একজন মানুষ দেখে আর রোগীর সামান্য চিকিৎসায় রোগ সারানো যাচ্ছে না ঠিক তখনেই ডাক্তারের কাছে যায়। আর রোগীর জন্য ভাল ডাক্তারের সিরিয়াল পেতে তো ভোগান্তির শেষ নেই! অনেক লাইন-ঘাট কিংবা তদ্বির করে যদি একটা সিরিয়াল পাওয়া যায়, তারপর প্রথমে প্রয়োজন-অপ্রয়োজনে টেস্ট বাণিজ্যের শিকার হতে হয় রোগীদের। টেস্টের তালিকা হাতে নিয়ে একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে হয়তবা ডাক্তারের পছন্দমত ডায়াগনস্টিক সেন্টার কিংবা প্যাথলজিতে যাওয়ার জন্য যখন হাঁটা শুরু করে, ঠিক তখন সামনে-পিছনে কিংবা ডানে-বামে অপেক্ষমান বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা সেই ব্যবস্থাপত্র নিয়ে শুরু করে টানাটানি।

এ টানাটানির একটাই কারণ ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখা। ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পছন্দমত নিজ নিজ কোম্পানীর ক’টা ঔষধ লিখলো ডাক্তার সাহেব!এমন টানাটানি নিয়ে অনেকে বাক-বিতন্ডাতেও জড়িয়ে পড়ে। বিষয়টা খুব দৃষ্টিকটূ। তাই এটার অবসানে ব্যবস্থা গ্রহণ দরকার।

মোঃ রায়হান আলী,
আইনজীবী ও কলামিস্ট,
জজ কোর্ট, খুলনা।

পূর্ববর্তী নিবন্ধরে ডগলাস ব্র্যাডবেরি : লেখক ও চিত্রনাট্যকার
পরবর্তী নিবন্ধআমরা সচেতন হলে পরিবেশ হবে দূষণমুক্ত