ডলার কিনতে ব্যাংকের লাগছে ৯২ টাকা

| বুধবার , ৮ জুন, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

জুন মাসের তিন কার্যদিবসে ডলারের দর চার দফা বড়িয়ে ৯২ টাকায় ব্যাংকগুলোর কাছে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার ওই দরে মোট ১২ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে। আগের দিন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো ডলার পেয়েছিল ৯১ টাকা ৯৫ পয়সা দরে। খবর বিডিনিউজের।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গতকাল বলেন, আজ ৯২ টাকা বিনিময় হারে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, চলতি অর্থবছরে এ পর্যন্ত ৬০৭ কোটি ৭০ লাখ ডলার বিক্রি করা হয়েছে ব্যাংকগুলোর কাছে। সরবরাহে ভারসাম্য রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে অতিরিক্ত ডলার বাজার থেকে তুলে নেয়, আবার সংকটের সময় বিক্রি করে। আমদানির ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বাড়ছে গত কয়েক মাস ধরে। রপ্তানি ও রেমিটেন্স থেকে আমদানি খরচ মেটানোর মত ডলার মিলছে না। এ কারণে ডলারের সরবরাহে টান পড়েছে, যা প্রধান এ বৈদেশিক মুদ্রার বাজারকে চড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংক শুরুতে ডলারের বিনিময় হার বেঁধে দিয়ে টাকার মান ধরে রাখার চেষ্টা করলেও দীর্ঘদিন ধরে চলে আসা ‘ম্যানেজড এঙচেঞ্জ রেট বা ফ্লোর রেট’ নিয়মটি গত বৃহস্পতিবার তুলে নেওয়া হয়। তাতে ওই দিনই দুই দফা টাকার মান কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ডলারের বিনময় হার বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে। তবে নিজেদের মধ্যে ডলার লেনদেনে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির দরকে ‘অনুসরণ’ করতে বলা হয়েছে।

বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ গতবছর রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারে উঠেছিল। কিন্তু চলমান সংকটের মধ্যে গত ১ জুন তা ৪২ দশমিক ১১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমাঙ্কিপক্স সন্দেহে বিদেশি নাগরিক হাসপাতালে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কিছু একটা ঘটেছে সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর