ডলারের উচ্চমূল্য কমাল মাথাপিছু আয়

২০২১-২২ : জিডিপি প্রবৃদ্ধি কমে ৭.১%,

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

চূড়ান্ত হিসাবে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় গত ২০২১২২ অর্থবছরে কিছুটা কমার খবর দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। গতকাল রোববার প্রকাশিত তথ্যে দেখা গেছে, প্রাক্কলনের সময়কার চেয়ে চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি শূন্য দশমিক ১৫ শতাংশীয় পয়েন্ট কমে ৭ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। অপরদিকে ৩১ ডলার কমে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ ডলার। এর কারণ হিসেবে উচ্চমূল্যের কারণে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ার কথা বলছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক পরিচালক। খবর বিডিনিউজের।

এদিন গত ২০২১২২ অর্থবছরের জিডিপি ও মাথাপিছু আয়ের চূড়ান্ত প্রতিবেদন বিবিএসের অনলাইনে প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২২ সালের মে মাসে ওই অর্থবছরের প্রাথমিক প্রাক্কলনে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ এবং মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধ২২০ ডিজিটের ‘কারিগরি ভূত’
পরবর্তী নিবন্ধবর্ষীয়ান রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমেদ এমপির ইন্তেকাল