ডবলমুরিং ক্লাব ও উদয়ন সংঘের জয়লাভ

তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ১১:০৭ পূর্বাহ্ণ

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ডবলমুরিং ক্লাব ও মাদারবাড়ি উদয়ন সংঘ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ডবলমুড়িং ক্লাব ৪ উইকেটে বাকলিয়া একাদশকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাকলিয়া একাদশ ৪৯.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার হামিদুল হক ৩৪ এবং সাখাওয়াত হোসেন ১০ রান করেন। এছাড়া টেইল এন্ডার ব্যাটার তানজিলুর রশিদ ২৫ এবং আবু ওবায়েদ সোহান ৩৭ রান বরেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। ডবলমুরিং ক্লাবের পক্ষে আবরার হক মাহি ৩টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট পান খালেদ উদ্দিন, বোরহানউদ্দিন চৌধুরী এবং জোনায়েদ হাসান। ১টি উইকেট পান আহনাফ চৌধুরী নাফি। জবাবে ডবলমুরিং ক্লাব ৪৪ ওভার খেলে ৬ উইকেটে ১৫৭ রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার জোনাইদ হাসান ৩০ এবং বোরহানউদ্দিন চৌধুরী ২৮ রান করেন। এছাড়া রবিন দাশগুপ্ত ২৯ এবং জাহিন ইবনে আজাদ অপরাজিত ২৭ রান করেন। অতিরিক্ত রান হয় ২৪। বাকলিয়া একাদশের পক্ষে মো. রিমন ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান হামিদুল হক,আবু ওবায়েদ সোহান এবং মো. আশিকুর। ২ খেলা শেষে ডবলমুড়িং ক্লাব ৩ পয়েন্ট পেয়েছে। বাকলিয়া একাদশ সমান খেলায় কোন পয়েন্ট পায়নি। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় মাদারবাড়ি উদয়ন সংঘ ৩৪ রানে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। টসে জিতে মাদারবাড়ি উদয়ন প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে তসলিম চৌধুরীর ব্যাট থেকে। তিনি ৬৭ বল খেলে ১টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন। এছাড়া সাদিদ ২২ বলে ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৩৯ রানে অপরাজিত থাকেন। অন্যদের মধ্যে তারেক হোসেন ৩২,ইমরান হোসেন এবং মো. তুহিন দুজনই ১১ রান করে সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। সন্দ্বীপ উইজেলার পক্ষে সালমান ৩টি,মাহমুদুল্লাহ রানা এবং জিহাদ হোসেন রিফাত ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন শাহরিয়ার জামিল নিরো এবং মো. তুহিন। জবাবে সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা ৪১.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৫৪ রান করতে সমর্থ হয়। দলের হয়ে ওপেনার এ কে রানা সর্বোচ্চ ৫৩ রান করেন ৩৮ বল খেলে। ৮টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। অন্যদের মধ্যে শাহরিয়ার জামিল নিরো ৩৩,সাজ্জাদ হোসেন ১৫,সালমান ১৩ এবং জিহাদ হোসেন রিফাত ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। মাদারবাড়ি উদয়ন সংঘের পক্ষে তসলিম চৌধুরী ২৩ রান দিয়ে একাই ৬টি উইকেট দখল করেন। এছাড়া তারেক হোসেন ২টি,তানভির রাহমান এবং মো. তুহিন ১টি করে উইকেট নেন। ২ খেলা শেষে মাদারবাড়ি উদয়ন সংঘ এবং সন্দ্বীপ উপজেলা ক্রীড়া সংস্থা উভয় দল ৩ পয়েন্ট করে পেয়েছে। আজকের খেলা: আগ্রাবাদ নওজোয়ান গ্রীন বনাম কে এম স্পোর্টিং ক্লাব(মহিলা কমপ্লেক্স মাঠ), আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম কাস্টমস স্পোর্টস ক্লাব(এম এ আজিজ স্টেডিয়াম)

পূর্ববর্তী নিবন্ধআজ সিরিজ জয়ের হাতছানি নারী ক্রিকেট দলের সামনে
পরবর্তী নিবন্ধইমার্জিং এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ