ট্রাক ছিনতাই করে হেলপারকে হত্যা

সাতকানিয়ায় লাশ উদ্ধার

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় একটি ব্রিজের নিচ থেকে স্কচটেপ দিয়ে চোখ বাঁধা অবস্থায় মো. বেলাল উদ্দিন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কেরানীহাট-গুনাগরি সড়কের সাতকানিয়াস্থ থ্রি-স্টার কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে হাদুর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বেলাল গত বুধবার রাতে বাঁশখালী থেকে ছিনতাই হওয়া একটি মিনি ট্রাকের হেলপার। সে কালিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব জঙ্গল কুকদন্ডী এলাকার নুরুল আমিনের পুত্র।

নিহত কিশোর মো. বেলালের ফুফাতো ভাই আবদুল মান্নান জানান, বেলাল একই এলাকার ড্রাইভার আবদুল লতিফের মিনি ট্রাকে হেলপারের চাকরি করতো। গত বুধবার রাতে চালক আবদুল লতিফ মিনি ট্রাকটি গুনাগরি আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী একটি মাঠে রেখে চলে যান। কিশোর হেলপার মো. বেলাল রাতে অন্যান্য দিনের মতো ওই গাড়িতে ঘুমায়। গতকাল সকালে চালক আবদুল লতিফ আশ্রয়ণ প্রকল্প এলাকায় এসে দেখে গাড়ি ও হেলপার বেলাল নাই। এ সময় বেলালের মোবাইলও বন্ধ পাওয়া যায়। তখন গাড়ির মালিক, চালক ও বেলালের স্বজনরা অনেক খোঁজাখুঁজি করার পরও গাড়ি এবং হেলপারের সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এদিকে, গতকাল বিকালে ৫টার দিকে সাতকানিয়ায় ব্রিজের নিচে লোকজন কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুরে পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে ছিনতাই হওয়া ট্রাকের চালক ও হেলপারের স্বজনরা এসে লাশটি বেলালের বলে শনাক্ত করেন।

ছিনতাই হওয়া ট্রাকের চালক আবদুল লতিফ জানান, সকালে এসে দেখি গাড়ি এবং বেলাল নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান না পেয়ে বাঁশখালী থানায় জিডি করি। বিকালে সাতকানিয়া লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি এটি বেলালের লাশ। মূলত ছিনতাইকারীরা বেলালকে হত্যা করে ট্রাকটি ছিনিয়ে নিয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে জানান, ব্রিজের নিচ থেকে আমরা বাঁশখালীর কিশোর মো. বেলালের লাশ উদ্ধার করি। তার গলায় গামছা পেছানো এবং চোখ দুইটি স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। শরীরের অন্য কোথাও উল্লেখযোগ্য কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে জানতে পারলাম কিশোর বেলাল বাঁশখালী থেকে ছিনতাই হওয়ায় একটি ট্রাকের হেলপার। আমরা বেলালের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি