টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৭:০৪ অপরাহ্ণ

টেকনাফ পৌরসভার হাসপাতাল গেট এলাকা থেকে ও সাবরাংয়ের পানছড়ি পাড়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে।

টেকনাফের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলো কক্সবাজার জেলার উখিয়ার চাকবৈঠা এলাকার আলী আহমদের ছেলে মো. সালাউদ্দিন, নুরুল ইসলামের ছেলে মো. ইউনুস, টেকনাফ উপজেলার সাবরাং পানছড়ি পাড়ার বশির আহমদের ছেলে মো. ইব্রাহিম।

অভিযানে চলাকালে আত্মস্বীকৃত আত্মসমর্পণকারী লেজির পাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইব্রাহিম ও উখিয়ার চাকবৈঠা পাড়ার নুরুল হকের ছেলে আবুল ইসলাম পালিয়ে যায় বলে ডিএনসি’র টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃত মাদক কারবারীদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

এছাড়াও গ্রামের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান চালালে মাদক নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধইভ্যালির এমডি ও তার স্ত্রী রিমান্ডে
পরবর্তী নিবন্ধউঁচু ক্লাসের ছাত্রীদের উত্ত্যক্ত করল নিচু ক্লাসের ছাত্ররা