টেকনাফে বিপুল পরিমাণ জি-মরফিনসহ মাদক কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিমরফিন উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের অভিযোগে এক মাদক কারবারিকে আটক করা হয়। গত বুধবার রাত পৌনে ১০টায় এই অভিযান চালানো হয়। র‌্যাব১৫’র মিডিয়া কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় কতিপয় ব্যক্তি মাদক ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব১৫, সিপিসি, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় আরো এক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেখানো মতে পলাতক আসামির বসতঘরের খাটের নিচে তল্লাশি করে সর্বমোট ৫২৪টি খয়েরী রংয়ের কাঁচের এম্পুল উদ্ধার করা হয়। আটক মাদক কারবারি সাবরাং হারিয়াখালীর মৃত আমির হোসেনের পুত্র রবিউল হাসান (২১)। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য জিমরফিন অভিনব পন্থায় সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত আলামতসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানায় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধআছদগঞ্জে জুয়ার আসর থেকে ১৭ জনকে আটক