টি-টোয়েন্টি সিরিজ শুরু সোমবার

বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট দল চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

সিলেটে ওয়ানডে সিরিজে এক রকম খড় খুটোর মত আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত না হলে হোয়াইট ওয়াশের লজ্জা মাখতে হতো আইরিশদের। সিরিজের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল গড়েছে নতুন রেকর্ড।

 

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ে টাইগাররা। প্রথম ম্যাচে জয়টাও ছিল রেকর্ড রানের। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের ব্যাটাররা তাদের সামর্থের পরিচয় দিয়েছে দারুণভাবে। বাকি ছিল বোলারদের দেখানোর। শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে আরো করুণ

পরিণতি ভোগ করতে হয় আইরিশদের। এবার বাংলাদেশের পেসারদের আগুনের সামনে পড়ে একরকম পুড়ে ছারখার হয়ে গেছে। প্রথম বারের মত বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তিন পেসার মিলে তুলে নিয়েছে প্রতিপক্ষের দশ উইকেট। শুধু তাই নয়, এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে ১০ উইকেটে। যা

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে উইকেটের দিক থেকে সবচাইতে বড় জয়। তাই বলা যায় ওয়ানডে সিরিজটা একেবারে সোনায় সোহাগা কেটেছে টাইগারদের জন্য। ওয়ানডে সিরিজ শেষ। এবার অপেক্ষা টিটোয়েন্টি সিরিজের। মাত্র কদিনই হলো আইরিশদের বড় ভাই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টিটোয়েন্টি সিরিজে

হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। সেখানে আয়ারল্যান্ড কি আর প্রতিপক্ষ। তবে যেহেতু স্বল্প দৈর্ঘের ক্রিকেটে আইরিশরা বেশ দক্ষ তাই বাংলাদেশ এই সিরিজ নিয়ে বেশ সতর্ক। কোন ধরনের শিতীলতা দেখাতে চায়না টাইগার শিবির। ওয়ানডে সিরিজের ফলটাই অব্যাহত রাখতে চায় টিটোয়েন্টি সিরিজেও।

গতকাল বিকেলে সিলেট থেকে সরাসরি বাংলাদেশ এবং আয়ারল্যান্ড চট্টগ্রামে এসে পৌচেছে। আজ এবং আগামীকাল অনুশীলন করবে দু’দল। আগামী ২৭ মার্চ সিরিজের প্রথম টিটোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ অনুষ্ঠিত হবে

সিরিজের তৃতীয় এবং শেষ টিটোয়েন্টি ম্যাচটি। এরপর দু’দলের গন্তব্য ঢাকা। যেখানে সফরের একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আগামী ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ

ক্রিকেট বোর্ড। যেখানে তরুণদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। আফিফ হোসেন, নুরুল হাসান সোহানদের বাদ দেওয়া হয়েছে। দলে নেই সিনিয়রদের কেউই। কেবল মাত্র অধিনায়ক সাকিবই একমাত্র সিনিংর ক্রিকেটার। দলে নেওয়া হয়েছে দুই তরুন জাকের আলি এবং লেগ স্পিনার রিশাদ হোসেনকে। এখন দেখার অপেক্ষা আইরিশদের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজে কেমন করে বাংলাদেশ দল।

পূর্ববর্তী নিবন্ধদেশে গড়তে চান বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল
পরবর্তী নিবন্ধরাউজানে আল্লামা সৈয়দ আবদুল জলীলের (রহ.) বার্ষিক ওরশ