টিকা নিলেন কমিশনারসহ সিএমপির ৯২ সদস্য

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯২ জন সদস্য কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে দামপাড়া পুলিশ লাইনে এ টিকা কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর। এসময় ৪৬ জন সাধারণ মানুষও টিকা গ্রহণ করেছেন। সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বিষয়টি জানিয়েছেন।
উপ-কমিশনার আমির জাফর বলেন, এখন পর্যন্ত সিএমপি ও দামপাড়া পুলিশ লাইন এলাকার ১ হাজার ৪৪২ জন ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছেন। সিএমপির সাড়ে ৬ হাজার সদস্য টিকা নেয়া শেষ হলে এ কার্যক্রম সমাপ্ত হবে। আমির জাফর আরও বলেন, প্রথম দিন ২০০ জনের টিকা গ্রহণের কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।
প্রসঙ্গত: গত ৮ ফেব্রুয়ারি সিএমপি কমিশনারের নির্দেশে দামপাড়া পুলিশ লাইনে টিকা গ্রহণ করতে রেজিস্ট্রেশন শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধনারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে উইম্যান চেম্বার
পরবর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে টিকা নিয়েছি -ওসমান গনি মনসুর