ঝুঁকি নিয়ে শুটিং করলেন বাপ্পী-মিতু

| বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের আলোচিত জুটি বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। ‘যন্ত্রণা’ দিয়ে একসঙ্গে সিনেমায় অভিনয় শুরু করেন দুজন। এরপর করেন ‘জয় বাংলা’। দুটি সিনেমাই রয়েছে মুক্তির মিছিলে। তবে তার আগেই নিজেদের হ্যাটট্রিক সিনেমা ‘কুস্তিগির’-এর শুটিং করছেন তারা। সমপ্রতি নেত্রকোনার বিরিশিরিতে ‘কুস্তিগির’ সিনেমার একটি গানের শুটিং করেন দুই বাপ্পী-মিতু। যার শিরোনাম ‘মায়ায় বান্ধো’। প্রাণের ঝুঁকি দিয়েই দুই দিন দুই রাত ধরে গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। কারণ গানটির শুটিং হয়েছে নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত সাদা মাটির পাহাড়ের একটি বড় খাদের মধ্যে। যেটির গভীরতা ৩০০ ফুটের বেশি। যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকি নিয়েই নৌকায় বসে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার এই দুই নায়ক-নায়িকা।
জাহার মিতু বলেন, আমরা যে খাদটিতে শুটিং করেছি সেটি অত্যন্ত বিপদজনক। কয়েকদিন আগেই এখানে এসে দুজন মারা যান। তাই অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজটি করতে হয়েছে। তাছাড়া প্রচন্ড শীতও ছিল। তারপরও গানটিকে পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজটি করেছি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর বায়োপিকের জন্য গান লিখলেন জাহিদ আকবর
পরবর্তী নিবন্ধকুমিল্লাকে আরো একবার শিরোপা জেতাতে চান লিটন