ঝরা ফুলের মিষ্টি ঘ্রাণ

খালেছা খানম | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

পথের ধারে কুড়িয়ে পেলাম;
ঝরে পড়া এক ফুল,
সযত্নে নিলাম তুলে;
ঘ্রাণ ছিলো তার অতুল।

হৃদয়ের ফুলদানিতে;
সাজিয়ে রাখলাম তারে,
সুবাস তার ছড়িয়ে গেলো;
গ্লানিভরা দ্বারে।

হৃদয়ভেদী ক্লেশটুকু;
উড়িয়ে দিলাম মুক্তাকাশে,
হৃদয়ছোঁয়া সুবাসটুকু;
মাখিয়ে নিলাম হৃদয়াকাশে।

চোখ জুড়ানো ফুল থেকে;
ফিরিয়ে নিয়ে দৃষ্টি,
প্রাণ ভুলানো ঝরা ফুলকে ;
দিলাম ভালোবাসার বৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধসংসারের সৌন্দর্য হচ্ছে নারী
পরবর্তী নিবন্ধনিউটনের কোয়ারেন্টাইনে যেসব আবিষ্কার পেয়েছিল বিজ্ঞান