জয় দিয়েই শুরু সাফ মিশন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের মাত্র সপ্তাহখানেক আগে বাংলাদেশ দল কোচ পরিবর্তন করেছিল। জেমি ডে’র পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অষ্কার ব্রুজনকে। দায়িত্ব নিয়েই নতুন কোচ বলেছিলেন আপাতত শিরোপা নয়। তিনি ভাবছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে। ঠিক যেন কথা রেখেছেন ব্রুজন। কারণ তার লক্ষ্য ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা। সেটি তিনি করতে পেরেছেন। প্রথম পরীক্ষায় তিনি সফল। সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মন। গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে।
দীর্ঘদিন এক কোচের অধীনে খেললেও হঠাৎ করেই টুর্নামেন্টের আগে কোচ পরিবর্তনের কি প্রভাব পড়ে ফুটবলারদের মাঝে তা ভাবিয়ে তুলছিল টিম ম্যানেজম্যান্টকে। তবে অস্কার ব্রুজনের খেলার রীতি ধরতে পেরেছে ফুটবলাররা প্রথম ম্যাচ থেকেই। যার প্রতিফলন দেখা গেছে ম্যাচের শুরু থেকেই। বলের নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। কিন্তু ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না অস্কার ব্রুজনের দল। নিজেদের অর্ধ থেকে দানা বেধে উঠা আক্রমণগুলো খেই হারিয়ে ফেলছিল প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে। ফলে প্রতিপক্ষও মাঝে মাঝে চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। যদিও সফল হতে পারেনি তারাও। বিশেষ করে ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বেশ দৃঢ়তার পরিচয় দিয়েছে। খেলার ৮ মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বাঁদিক থেকে ইয়াসিনের থ্রো ইন ধরে বক্সের ভেতর থেকে জোরালো শট নিয়েছিলেন তপু। কিন্তু বল এক লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। এর পরপরই পেনাল্টি পেতে পারতো বাংলাদেশ। নিজেদের ডিবক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ দল। কিন্তু রেফারি সাড়া দেননি। ২০ মিনিটে এগিয়ে যেতে পারতো শ্রীলঙ্কাও। হার্শা ফের্নান্দোর শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় লঙ্কানদের। প্রথমার্ধের শেষ দিকে আরাফাতের লম্বা ক্রসে তপু হেড করলে বল জালে জড়ানোর মুহূর্তে গোল লাইন থেকে ফেরান লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তার ফলও পায় খেলার ৫৬ মিনিটে। বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছিল বাংলাদেশ। সে আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের ডি বক্সে বল হাতে লাগান লঙ্কান ডিফেন্ডার ডিউকসন পুসলাস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আর সে পেনাল্টি থেকে গোল করে দলকে উল্লাসে মাতান তপু বর্মন। সাথে লঙ্কান ডিফেন্ডার লাল কার্ডও দেখেন। ফলে দশ জনের দলে পরিণত হয় শ্রীলঙ্কা। এগিয়ে যাওয়ার পর আরো একাধিক আক্রমণ করেছিল বাংলাদেশ কিন্তু গোল আর পায়নি। ৮৬ মিনিটে সাদউদ্দিনের শট ক্রসবারের উপর দিয়ে চলে গেলে শেষ সুযোগটি হাতছাড়া হয় বাংলাদেশের। ফলে ১-০ গোলের জয় নিয়ে স্বস্তির সাথে মাঠ ছাড়ে বাংলাদেশ। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি খালাসে বিপাকে বিপিসি
পরবর্তী নিবন্ধবুয়েটের বিশেষজ্ঞ দল আসছে ৯ অক্টোবর