জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

এসিড ছুঁড়ে যুবক হত্যা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় প্রতিপক্ষের ছোঁড়া এসিডে মো. ছাদেক খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের এম.চর হাট এলাকায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় আ.ন.ম বাবলু, মাঈনুদ্দীন হাসান মামুন, আবু তালেব, মো. দেলোয়ার, জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, গত ২৯ জুন রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের মালেক মেম্বারের ইটভাটা এলাকায় প্রতিপক্ষের ছোঁড়া এসিডে দগ্ধ হয় মো. সাদেক।
গত ৪ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মো. ছাদেক লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সড়াইয়া বলির জুম এলাকার বজলুর রহমানের পুত্র। এ ঘটনায় গত ৫ জুলাই নিহতের ভাই মো. শাহাজাহান (২৭) বাদী হয়ে মো. নেজাম উদ্দিন (৩২) ও মো. পারভেজ (২৩) নামে দুজনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা রুজু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধএবার সিলেটে ৫০টন কোরবানির মাংস নিয়ে যাবে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধএকজনকে ৩০ হাজার টাকা জরিমানা