একজনকে ৩০ হাজার টাকা জরিমানা

খালে পচা ডিম

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সৈয়দপুর কেদারখীল খালে পঁচা ডিম ফেলে পরিবেশ দূষিত করার দায়ে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম তাকে এ জরিমানা করেন।
তিনি জানান, সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল খালে সিপি নামক একটি প্রতিষ্ঠান পঁচা ডিম ফেলে পরিবেশ বিনষ্টের অভিযোগ উঠে। এ ব্যাপারে সিপি কর্তৃপক্ষকে তলব করা হয় এবং ভূমি অফিসে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীতে সিপি কর্তৃপক্ষ ডিম ফেলার কথা স্বীকার করেন এবং খালের পঁচা ডিম ও দুর্গন্ধ দূরীকরণে ব্যবস্থা করবে মর্মে উক্ত প্রতিষ্ঠানটি জানান।

পূর্ববর্তী নিবন্ধজড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধঈদযাত্রায় সীতাকুণ্ডের ৮ পয়েন্টে যানজটের শঙ্কা