এবার সিলেটে ৫০টন কোরবানির মাংস নিয়ে যাবে গাউসিয়া কমিটি

| শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৯:৩৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক সেবা টিম এবার সিলেট-সুনামগঞ্জ-হবিগঞ্জ-মৌলভীবাজার, রংপুর-কুড়িগ্রাম-গাইবান্ধা, জামালপুর-নেত্রকোনা সহ বন্যা দুর্গত এলাকার পানিবন্দি মানুষের কাছে কোরবানির মাংস বিতরণের উদ্যোগ নিয়েছে। পবিত্র ঈদুল আজহার একসপ্তাহ পরে বানবাসী ক্ষতিগ্রস্ত-অসহায় প্রতি পরিবারে ১ কেজি মাংসের সাথে প্রয়োজনীয় মসলাপাতি ও অন্যান্য দ্রব্যাদি প্রদান করা হবে। অন্তত ৫০ হাজার পরিবারের মধ্যে ব্যতিক্রমি এ ত্রাণ বিতরণের জন্যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল দুপুরে নগরীর দিদার মার্কেটস্থ কার্যালয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনারের সভাপতিত্বে ও মহাসচিব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিস্তারিত বাজেট-পরিকল্পনা উপস্থাপন করেন- কমিটির যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা কর্মসূচির প্রধান সমন্বয়ক এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার।
আলোচনায় অংশ নেন- কমর উদ্দিন সবুর, তাজকীর আহমদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাবীব উল্লাহ মাস্টার, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী প্রমুখ। সভায় কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার বানভাসি মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ উল্লেখ করে সর্বস্তরের কোরবানিদাতা মুসলমান ভাইদের সদকায়ে জারিয়ার একাজে এগিয়ে আসার আহবান জানান। সভায় কোরবানিদাতা ভাইদের প্রতি পলিপ্যাকে ১ কেজি মাংস ওজন করে নষ্ট না হয় মতো নিজ দায়িত্বে ডিপফ্রিজে সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি স্থাপত্য বিভাগের আর্কিটেকচারাল মডেল মেকিং কর্মশালা
পরবর্তী নিবন্ধজড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন