জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ভয়ংকর প্রভাব পড়বে দেশের অর্থনীতির উপর

বিএনপির মৌন মিছিলে ডা. শাহাদাত

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগণের হাতে মোমবাতি ধরিয়ে দিযয়েছে। রাতারাতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটার ভয়ঙ্কর প্রভাব পড়বে সারা দেশের অর্থনীতির ওপরে। এখন মোমবাতি জ্বালানো ছাড়া আর কোন গতি নেই। তিনি গতকাল রবিবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে মোমবাতি মৌন মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ইমরান উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, এমদাদুল হক বাদশা, আরিফুল ইসলাম ডিউক, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ সেলিম, ইসমাইল হোসেন লেদু, মোস্তাকিম মাহমুদ প্রমুখ।
এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি : নগরীর ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
আবুল হাশেম বক্কর বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম যখন কমতির দিকে, তখন বাংলাদেশে দাম বৃদ্ধি করা হলো। এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহণ ভাড়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খাঁনের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খাঁনের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সালাউদ্দিন লাতু, মূছা আলম, সৈয়দ আহমদ, ওসমান সরওয়ার, সাইফুল, নজরুল ইসলাম বাবু, মো. আজিম, আবদুল মতিন, মুক্তার আহমদ, মহরম আলি, নাছির উদ্দিন, সালেহ আহম্মদ প্রমুখ।
দক্ষিণ জেলা কৃষকদল : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ গতকাল দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ এম সাইফুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাঈনুল হক চৌধুরী পলাশ, নজরুল ইসলাম, আবদুল করিম, আবু বক্কর, হারুনর রশীদ, জামাল উদ্দিন, দিদারুল আলম লিটন প্রমুখ। এতে আবু সুফিয়ান বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। বিদ্যুৎ, কৃষি ও শিল্প উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। খাদ্যপণ্যসহ শাকসবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাবে। এমনিতেই গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে। পরিবহন এবং গণপরিবহনের ভাড়ায় নৈরাজ্য সৃষ্টি হচ্ছে।
পতেঙ্গা থানা বিএনপি : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে পতেঙ্গা থানা বিএনপি এক মৌন মিছিল গতকাল রাতে দক্ষিণ পতেঙ্গায় অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. মো. নুরুল আবছারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মোমবাতি প্রজলনসহ মৌন মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গুঁড়িয়ে দিল কৃষকের সবজিক্ষেত থানায় জিডি