জুলিও কুরি পদক প্রাপ্তি মানুষের জন্য বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের স্বীকৃতি

আলোচনা সভায় এম এ মোতালেব

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। তিনি বলেন, জুলিও কুরি পদক প্রাপ্তি মানুষের জন্য বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের স্বীকৃতি। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে বলতে হয়, বিশ্বশান্তি ও মানবকল্যাণে তিনি আজীবন যে সংগ্রাম করেছেন, সেই চেতনা সর্বত্র সঞ্চারিত হোক। দেশে দেশে বন্ধ হোক যুদ্ধ। মানবকল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের বিবেক জাগ্রত হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, ভাইস চেয়ারম্যান (মহিলা) আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিরোধীদের বর্জনের মধ্যেই ভারতে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধন মোদীর
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশরাফিয়ার মতবিনিময় সভা