জাহাঙ্গীর হোসেন ছিলেন দেশপ্রেমিক ব্যক্তি

স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৫ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন চৌধুরীর স্মরণসভা গতকাল ফটিকছড়ির নাজিরহাট মধ্য দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াপথ মানবাধিকারের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ডা. আখতারুল ইসলাম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সামশুল করিম লাভলু। প্রধান অতিথি ছিলেন মার্শেল কবির পান্নু। বক্তারা বলেন, জাহাঙ্গীর হোসেন চৌধুরী দেশপ্রেম ও মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
১৯৬৯ সালে নাজিরহাট কলেজে পড়াকালীন জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে অংশ নেন মুক্তিযুদ্ধে। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। সভায় বক্তব্য দেন এ কে জাহেদ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর চৌধুরী, ন্যাপ কেন্দ্রীয় সদস্য সচিব মো. সিদ্দিকুল ইসলাম, গবেষক মাহমুদুল হক আনসারী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধকাল চট্টগ্রাম একাডেমির সুহৃদ সম্মাননা ও বইমেলা স্মারক প্রকাশনা অনুষ্ঠান