জার্মান গোলকিপার নয়ারের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

জাপানের বিপক্ষে জার্মানির প্রথম ম্যাচের একাদশে থেকে মানুয়েল নয়ার গড়েছেন দারুণ এক কীর্তি। দেশটির প্রথম গোলরক্ষক হিসেবে খেলছেন টানা চারটি বিশ্বকাপে। নয়ার প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০১০ সালে। শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে জয়ে মিরোস্লাভ ক্লোসার গোলে অ্যাসিস্টও করেন তিনি।

সেবার জার্মানি বিদায় নেয় সেমি-ফাইনালে স্পেনের কাছে হেরে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন নয়ার।

আসরে সাত ম্যাচের চারটিতে জাল অক্ষত রেখে জিতে নেন সেরা গোলরক্ষকের পুরস্কার। এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জার্মানদের অধিনায়ক ৩৬ বছর বয়সী নয়ার।

পূর্ববর্তী নিবন্ধকোক স্টুডিওতে আসছেন রুনা লায়লা
পরবর্তী নিবন্ধচোয়ালের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলার শাহরানির