জামিনে মুক্ত নগর যুবদল নেতা দিপ্তী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৪ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী গতকাল বৃহস্পতিবার সন্দ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি গভীর রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে মোশাররফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। তার আগের দিন সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা।

এসময় ট্রাফিক পুলিশের একটি মোটর বাইকে আগুন দেওয়ার পাশাপাশি ব্যাপক সংর্ঘষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৬ জানুয়ারি দিবাগত রাতে কোতোয়ালী থানায় চারটি মামলা করা হয়। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয় দীপ্তিকে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে উদ্ধার নারীর মরদেহ বেওয়ারিশ হিসাবে দাফন
পরবর্তী নিবন্ধআকবর শাহ এলাকায় পাহাড় কাটায় ৮ জন গ্রেপ্তার