জাপান যেতে ঘর ছেড়েছিল পল্লবীর ৩ শিক্ষার্থী : র‌্যাব

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

শিল্পোন্নত জাপানে তরুণ-তরুণীদের স্বাধীন জীবনযাপন তাদের মনে তৈরি করেছিল আগ্রহ, সেজন্য তারা শিখছিল জাপানের ভাষা; এরপর জাপান যেতে ছেড়েছিল ঘর। পাঁচ দিন ধরে নিখোঁজ ঢাকার পল্লবীর তিন কলেজছাত্রীকে উদ্ধারের পর এই তথ্য জানিয়ে র‌্যাব বলেছে, জাপানি সংস্কৃতিতে নারী-পুরুষের সমঅধিকার, স্বাধীনতা, দত্তক হওয়ার সুযোগ এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক বিধি-নিষেধ না থাকার কারণে তাদের এই পরিকল্পনা। খবর বিডিনিউজের।
নৌপথে জাপান যেতে ওই তিন কিশোরী কঙবাজার পর্যন্তও গিয়েছিল। কিন্তু ভয় পেয়ে ফিরে আসে ঢাকায়। আর ফেরার পর গতকাল বুধবার ভোরে তাদের মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করে র‌্যাব। এই তিন বান্ধবী মিরপুর-পল্লবী এলাকার তিনটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১ অক্টোবর সকালে তারা কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। পরে জানা যায়, তারা সবাই বাসা থেকে টাকা, গয়না ও স্কুল সার্টিফিকেট নিয়ে বেরিয়েছে। তাদের মধ্যে এক ছাত্রীর বোন অপহরণের অভিযোগ এনে গত ২ অক্টোবর পল্লবী থানায় মামলা করেন। সেই মামলায় ইতোমধ্যে তিন কিশোরীর পরিচিত ও বন্ধু চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এই কিশোরীদের উদ্ধারের পর বুধবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অপহরণ মামলা হওয়ার পর পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করেছিল। নানা তথ্যের ভিত্তিতে গতিবিধি অনুসরণ করে তাদের উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে জানা যায় পুরো ঘটনা।এই কিশোরীরা র‌্যাবকে বলেছে, ধর্মীয় ও সামাজিক নানা নিয়ম মানতে পরিবারের চাপ তাদের বিতৃষ্ণ করে তুলেছিল। ইন্টারনেটে সোশাল মিডিয়ায় আসক্তিতে তারা লেখাপড়ার প্রতি আগ্রহও হারিয়ে ফেলে। পাশাপাশি ইন্টারনেটে দেখে জাপানি সংস্কৃতির প্রতি তারা আগ্রহী হয়ে ওঠে। ইন্টারনেটে জাপানি নাটক-সিনেমা দেখার পাশাপাশি জাপানি ভাষাও আয়ত্ত করা শুরু করে তারা এবং সুযোগ খোঁজে কীভাবে জাপান যাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধএকজনের একাধিক জন্মসনদ থাকতে পারবে না
পরবর্তী নিবন্ধসৌদিতে সড়ক দুর্ঘটনায় লোহাগাড়ার প্রবাসীর মৃত্যু