জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১১:০৪ পূর্বাহ্ণ

জাতীয় মহিলা সংস্থা তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়তনে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম সদরের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার পূর্ব বাকলিয়াস্থ জেলা কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। টেলিকনফারেন্সে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উদ্বোধক ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব।

স্বাগত বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা, চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র সহকারী এক্সিকউটিভ কমিশনার সুনন্দা রায়। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক যুগ্ম সচিব প্রভাষ চন্দ্র রায়, আহমদ ইলিয়াছ, কাউন্সিলর মো. হারুন অর রশিদ, কোহিনুর হোসেন খান, মহিলা কাউন্সিলর শাহীন আকতার রোজী, মো. ইলিয়াছ, আকলিমা আকতার, মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মাধবী বড়ুয়া, বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম, আবিদা আজাদ, হাসিনা মমতাজ, শাহ মো. আবদুর রাজ্জাক, মো. কাইয়ুম, জেলা কর্মকর্তা শাহানা পারভীন, মো. শাহেদ পারভেজ, প্রশিক্ষণ কর্মকর্তা সায়মা নওসীন লুনা, সহকারী প্রোগামার জহিরুল ইসলাম, রুশ্নি আক্তার, শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধউখিয়ার ক্যাম্পে হাত-মুখ বাঁধা রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার